১৯৬৬ সালে শুরু হয় এই পুজোর পথ চলা। শুরু দিন থেকেই এই পুজোর আয়োজন ও পরিচালনার দায়িত্বে থাকেন এলাকার মহিলারা। সেই ঐতিহ্য এখনও বজায় আছে। সমিতির সকল সদস্যই মহিলা। দুর্গাপুজো ছাড়াও বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজেও যুক্ত থাকেন তাঁরা। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— মিলি দত্ত (সভাপতি), জয়শ্রী সাহা (সম্পাদক), কেয়া দে (কোষাধ্যক্ষ)।