Digital Durga
Digital Durga

সংরক্ষণ

জোড়াসাঁকো কুণ্ডুবাড়ি কলকাতা, পশ্চিমবঙ্গ (১৮৬৯)

পুজোর ইতিহাস

উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কুণ্ডু পরিবারের দুর্গাপুজোর যাত্রা শুরু হয়। পারিবারিক ইতিহাস থেকে জানা যায়, ১২৭৬ বঙ্গাব্দ অর্থাৎ ১৮৬৯ সালে, কৃষ্ণদাস কুণ্ডুর স্ত্রী রাজমণি দাসী কর্তৃক প্রথম এই পুজো হয়। বিখ্যাত ‘গুপ্তপ্রেস পঞ্জিকা’-তে বর্ণিত রীতি মেনে হয়েছিল সেই পুজো। রাজমণি দাসী তাঁর পিতৃগৃহে ছোটবেলা থেকেই বাড়ির দুর্গাপুজো দেখে বড়ো হয়েছিলেন। শ্বশুরবাড়িতে আসার পরে স্বভাবতই তাঁর আগ্রহ জাগে সেখানেও পুজোর আয়োজন করার। তাঁর স্বামী সেই ইচ্ছেপূরণের দায়িত্ব নেন। পরবর্তী সময়ে দুর্লভচন্দ্র কুণ্ডু ও সুধীরচন্দ্র কুণ্ডু এই পুজোর ভার নেন। তাঁরা সুপ্রসিদ্ধ ছিলেন তাঁদের ‘তরজা গান’-এর জন্য। এরপর এই পুজোর ঐতিহ্যকে বহন করেন প্রহ্লাদচন্দ্র কুণ্ডু ও বীরেশ্বরচন্দ্র কুণ্ডু। বর্তমানে প্রহ্লাদবাবুর পুত্র-পৌত্ররাই সামলান এই পুজোর দায়িত্ব। ডাকের সাজে সজ্জিত একচালার প্রতিমা এই পুজোর ঐতিহ্য। আজও তা একইভাবে বহমান।