Digital Durga
Digital Durga

সংরক্ষণ

জগৎ মুখার্জি পার্ক কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৩৬)

jagatmukherjeepark@gmail.com

পুজোর ইতিহাস

১৯৩৬ সালে, রাজবল্লভপাড়ার এক অখ্যাত গ্যারেজে মূলত এলাকার সাধারণ মানুষের উদ্যোগে এই পুজো শুরু হয়। তখন এর নাম ছিল ‘১ নং ওয়ার্ড সাধারণ দুর্গোৎসব’। একই সময়ে কুমার দত্ত, আঁটু দত্ত প্রমুখ পরিচিত মানুষের উদ্যোগে জগৎ মুখার্জি পার্কে অনুষ্ঠিত হত ‘সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী’ নামে আরও একটি পুজো। স্বাধীনতার অব্যবহিত পরে পঞ্চাশের দশকের শুরুতে এই দুই পুজো এক হয়ে নাম হল ‘১ নং ওয়ার্ড সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী’, যা আজ ‘জগৎ মুখার্জি পার্কের পুজো’ নামে বিগত ৮৩ বছর ধরে হয়ে আসছে। কলকাতায় থিমপুজোর সূত্রপাত এই পুজোর হাত ধরেই হয়। ’৬০-এর দশকের শুরুর দিকে, চণ্ডী থেকে একটি শ্লোক তুলে এনে, সমকালের পরিপ্রেক্ষিতে তার রূপকল্প তৈরি করলেন অশোক গুপ্ত। বিষয়ভাবনার অভিনবত্ব আর মায়াবী রঙের মূর্ছনায় সেই প্রতিমা সারা বাংলায় আলোড়ন তৈরি করেছিল। ১৯৭৫ সাল পর্যন্ত এই পুজোর প্রতিমা নির্মাণ করেছিলেন তিনি। সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্রদ্ধেয় সাংবাদিক গৌরকিশোর ঘোষ ও আরও বহু স্বনামধন্য ব্যক্তি আসতেন এই পুজোর প্রতিমা দেখতে। ২০১৬-তে শিল্পী সুবল পালের সৃষ্টি ‘বঁনগা লোকাল’ থিম বিপুল জনসমাদর অর্জন করে। এরপর ’১৭-তে ‘সাবমেরিন’, ’১৮-তে ‘টাইম মেশিন’, ’১৯-এ ‘রুদ্রতীর্থ বারাণসী’। জগৎ মুখার্জি পার্কের পুজো এখন কলকাতার বিশিষ্ট পুজোগুলোর মধ্যে অন্যতম।