ভারত ও জাপানের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদানকে দৃঢ় করতে ২০০৭ সালে তৈরি হয় এই সংগঠন। জাপানে প্রবাসী কিছু বাঙালি বাসিন্দাদের উদ্যোগে সরস্বতী পুজোর মাধ্যমে শুরু হয় এই সংগঠনের যাত্রা। সংগঠনের অধিকাংশ সদস্যই পশ্চিমবঙ্গের বাঙালি, কলকাতার সঙ্গে কোনও-না-কোনও যোগসূত্র আছে সকলেরই। বাংলার বাঙালিদের বিভিন্ন উৎসব-অনুষ্ঠান— যেমন, সরস্বতীপুজো, রবীন্দ্রজয়ন্তী, ভারতের স্বাধীনতা দিবস, দুর্গাপুজো ইত্যাদিকে জাপানের বুকে পরিচিতি দেওয়াই এঁদের মূল লক্ষ্য। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— স্বপনকুমার বিশ্বাস (সভাপতি), দীপঙ্কর বিশ্বাস (সম্পাদক), শ্রীনেশ কুণ্ডু (কোষাধ্যক্ষ)।