Digital Durga
Digital Durga

সংরক্ষণ

হাওড়া জাতীয় সেবাদল হাওড়া, পশ্চিমবঙ্গ (১৯৪৩)

dasprayas43@gmail.com

পুজোর ইতিহাস

১৯৪৩ সালে শুরু হয় এই পুজোর যাত্রা। বিগত ৮৮ বছর ধরে বিভিন্ন থিমে পুজোর আয়োজন করে চলেছে এই সংঘ। উল্লেখযোগ্য কিছু থিম— অজন্তা-ইলোরা, টাইটানিক, কার্গিল, রামমন্দির, কোনারকের সূর্যমন্দির ইত্যাদি। ২০২১-এ এই পুজোর থিম ছিল ‘কোয়েম্বাটোরের আদিযোগী (শিব)’। থিমে আধুনিক হলেও এই পুজোর দুর্গাপ্রতিমা সাবেকিয়ানাকে বজায় রেখেছে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা — ডা. অনুপ মণ্ডল (সভাপতি), মানস দাস (সম্পাদক), পরিমল কাঁড়ার (কোষাধ্যক্ষ)।