হিউস্টনে ১৯৭৫ সাল থেকেই পালিত হয় দুর্গাপুজো। তবে এই দুর্গাবাড়ির পুজোটি শুরু হয় ২০০০ সালে। উত্তর আমেরিকার প্রথম হিন্দু মন্দির এই হিউস্টন দুর্গাবাড়ি, যেখানে ধুমধাম করে দুর্গাপুজোর উদ্যাপন হয়। স্থানীয় বাঙালি বাসিন্দারা তাদের নিরলস প্রচেষ্টায় গড়ে তুলেছেন এই দুর্গাবাড়ি। তারাই এই পুজোর উদ্যোক্তা, পুজো পরিচালনাও করেন তারাই। টেক্সাস সহ অন্যান্য নিকট অঞ্চলের সমস্ত বাঙালি বাসিন্দাদের কাছে এই পুজো এক আকর্ষণ। আন্তর্জাতিক বিভাগে প্রথম ‘শারদ সম্মান’ পুরস্কারে সম্মানিত এই পুজো, পুরস্কৃত করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।