হুগলির চুঁচুড়ায় সাবেক হুগলি ঘাট স্টেশনের পাশে গত ৬১ বছর ধরে হচ্ছে এই পুজো। নিজস্ব দালানে এক চালার প্রতিমা হয় এই পুজোয়। পুজোর সময়ে চমকপ্রদ আলো দিয়ে সাজানো হয় পুজোমণ্ডপ। সাবেকিয়ানা বজায় রেখেই হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর ভোগ বিতরণ করা হয় এলাকার মানুষের মধ্যে। সব মিলিয়ে এক উপভোগ্য অনুভূতি থাকে এই পুজোকে ঘিরে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা – কৌশিক কুমার দাস (সম্পাদক) ও বাবুল সামন্ত (কোষাধ্যক্ষ)।