Digital Durga
Digital Durga

সংরক্ষণ

হাতিবাগান সর্বজনীন কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৩৫)

hatibagansarbojonin@gmail.com

পুজোর ইতিহাস

১৯৩৫ সাল থেকে পথ চলা শুরু। অখণ্ড ভারতের মানচিত্রকে চালচিত্র করে, ‘বন্দেমাতরম’-কে ঐতিহ্যের সঙ্গে বহন করে এসেছে ‘হাতিবাগান সার্বজনীন’। ১৯৯৭ সাল থেকে শুরু হয় থিমপুজো, ভূষিত হয় শারদ সম্মানেও। কলকাতার বহু স্বনামধন্য শিল্পীর হাতেখড়ি হয়েছে এই ক্লাবের পুজো থেকে। সময়ের সঙ্গে সঙ্গে ডিজিটাল মাধ্যমেও সাড়া ফেলেছে এই ক্লাবের বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— বিকাশ বোস (সভাপতি), অনিরুদ্ধ রায়চৌধুরী, শ্যামল রায় গুপ্ত ও সুগত নায়েক (সম্পাদক), শুভাশীষ মল্লিক (কোষাধ্যক্ষ)।

পুজোর ভিডিও (২০২১)

ম্যাপ