Digital Durga
Digital Durga

সংরক্ষণ

হলদিয়া নিউ স্টার ক্লাব পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ (২০০৩)

পুজোর ইতিহাস

সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক মেলবন্ধনকে পাথেয় করে ‘চৈতন্যপুর নিউস্টার’-এর পথ চলা শুরু ২০০৩ সাল থেকে। সূচনালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে খুব অল্প সময়েই এই ক্লাব খবরের শিরোনামে স্বতন্ত্র জায়গা করে নেয়। ২০১২ সাল থেকে শুরু হয় দুর্গোৎসব। পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ বিশেষ পুরস্কার যেমন ‘জেলা পুলিশ সেরা পূজা’, ‘জেলা পরিষদ সেরা পূজা’ ইত্যাদি সম্মান ছাড়াও ২০২০-তে পশ্চিমবঙ্গ সরকারের ‘বিশ্ববাংলা সেরা কোভিড সচেতনতা’ পুরস্কার, ২০২১-এ ‘দশমবর্ষে দশভূজা’ আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের ‘বিশ্ববাংলা সেরা মণ্ডপ’, নিউজ্‌ ১৮ বাংলা চ্যানেলের তরফ থেকে ‘জেলার সেরা পূজা’ প্রভৃতি বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছে এই পুজো। প্রতিবছর এই পুজোর খুঁটিপূজা শুরু হয় রক্তদান শিবির, বৃক্ষরোপণ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে। পুজোর উদ্বোধনের দিনে দুঃস্থ ছাত্রছাত্রীদের স্কুলব্যাগ বিতরণ করা হয়। এছাড়াও সারাবছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এই ক্লাব।