Digital Durga
Digital Durga

সংরক্ষণ

গৌরীপুর সর্বজনীন দুর্গোৎসব (অনন্যা ক্লাব) মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

সাবেকি মণ্ডপসজ্জা ও থিমের পুজোর উপর জোর দেন পুজো কমিটির সদস্যরা। ২১ বছরের এই পুজোয় তাই কখনও মন্ডপসজ্জায় থাকে টেরাকোটার কাজ, কখনও গমের ভুষি দিয়ে নির্মিত হয় মণ্ডপ, আবার চা পাতা, ধানের তুষ বা শীতলপাটি দিয়েও নির্মিত হয়েছে এই পুজোর মণ্ডপসজ্জায়। তবে প্রতিমা ডাকের সাজেরই হয়ে থাকে সচরাচর। এই পুজোর বৈশিষ্ট্য হল, ক্লাবের সদস্যরাই তৈরি করেন মণ্ডপ। আলোকসজ্জাতেও থাকে বৈচিত্র্য। পঞ্চমীতে এই পুজোর উদ্বোধন হয়। নবমীতে হয় বিশেষ ভোগ বিতরণ, যা খেতে ভিড় উপচে পড়ে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— পঙ্কজ হালদার (সভাপতি), প্রহ্লাদ হালদার (সম্পাদক), মনোজ হালদার (কোষাধ্যক্ষ)।