১৯৩৪ সালে শুরু হয় এই বারোয়ারি পুজো। ২০২০-তে ৮৭তম বর্ষে পদার্পণ করল এই পুজো। উত্তর কলকাতার বিখ্যাত ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে আজ এই পুজো অন্যতম। বহু বিখ্যাত ব্যক্তিত্ব বিভিন্ন সময়ে এই পুজোর সঙ্গে যুক্ত থেকেছেন। ১৯৪৫ ও ’৪৭ সালে কলকাতার স্বনামধন্য প্রাক্তন মেয়র সুধীররঞ্জন রায়চৌধুরী ছিলেন এই পুজোর সভাপতি। গৌরীবেড়িয়া পল্লীরই বাসিন্দা ছিলেন তিনি। ১৯৭২ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় এই পুজোর উদ্বোধন করেছিলেন। ১৯৯৯ সালে উদ্বোধন করেছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্রী শ্যামলকুমার সেন। বাঙালিয়ানাকে অক্ষুণ্ণ রেখে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছে গৌরীবেড়িয়ার এই পুজো। বিগত বছরগুলিতে বহু পুরস্কারে সম্মানিত হয়েছে এই পুজো। উল্লেখযোগ্য— শ্রেষ্ঠ পুজো – পর্যটন দপ্তর (১৯৬৭), আনন্দ অর্ঘ্য (১৯৯৯) প্রভৃতি। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— সুভাষ বেরা (সভাপতি), মন্টা মিশ্র ও আশিস পাল (যুগ্ম সম্পাদক), শ্যামল অধিকারী (কোষাধ্যক্ষ)।