কলকাতার আবাসনের পুজোগুলির মধ্যে এটি অন্যতম। আজ পর্যন্ত বহু পুরস্কারে সম্মানিত হয়েছে এই পুজোটি। উল্লেখযোগ্য— ২০১০ – থ্রি স্টার অ্যাপার্টমেন্ট পূজা, দ্য টেলিগ্রাফ ২০১১, ’১২, ’১৩, ’১৪ – ফোর স্টার অ্যাপার্টমেন্ট পূজা, দ্য টেলিগ্রাফ ২০১২ – সেরা অ্যাপার্টমেন্ট পূজা, এবিপি আনন্দ ২০১৫ – সেরা অলঙ্কার (রৌপ্যমুকুট), বি. সরকার জুয়েলার্স ২০১৬ – কলকাতাশ্রী মেয়র্স চয়েস ২০১৭ – ইটিভি নিউজ আবাসনের সেরা বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— শিশিররঞ্জন চ্যাটার্জি (সভাপতি), প্রকাশ পাণ্ডে (সম্পাদক), জয়ন্ত ভট্টাচার্য (কোষাধ্যক্ষ)।