Digital Durga
Digital Durga

সংরক্ষণ

গণপতি পার্ক আবাসিক দুর্গোৎসব কলকাতা, পশ্চিমবঙ্গ (২০০৮)

পুজোর ইতিহাস

২০০৮ সাল থেকে পথ চলা শুরু। ২০২০-তে এই পুজোর ত্রয়োদশ বর্ষ। গণপতি পার্কের আবাসিকরা সকলেই এক যৌথ পরিবারের সদস্য হয়ে ওঠেন এই পুজোর উদ্‌যাপনের মাধ্যমে। খাওয়াদাওয়ার ক্ষেত্রেও বিরাট আয়োজন হয় এই পুজোয়। সকালের চা-জলখাবার থেকে এলাহি মধ্যাহ্নভোজন, সেইসঙ্গে নৈশ-আহারের ব্যবস্থাও থাকে। মহিলা-পুরুষ নির্বিশেষে আবাসিকরাই এই পুজোর সমস্ত খুঁটিনাটির দিকে নজর রাখেন, সবকিছু সুচারুভাবে পরিচালনা করেন। বহু পুরস্কারে সম্মানিত হয়েছে এই পুজো। উল্লেখযোগ্য— ফ্ল্যাটবাড়ির সেরা পুজো (২০০৮) — এবিপি আনন্দ পুজো বাড়ির সেরা পুজো (২০১৭) — টাইমস অফ ইন্ডিয়া আবাসনে আবাহন (২০১০, ’১৪) — সংবাদ প্রতিদিন ফ্ল্যাট বাড়ির সেরা প্রতিমা (২০১৫) — ৯১.৯ ফ্রেন্ডস্‌ এফএম সুরক্ষিত পুজো (২০০৯, ’১৫) — ইউরেকা ফোর্বস্‌ সেরা ভোগ (২০১০, ’১১, ’১৪, ’১৭, ’১৯) — ইমামি হেলদি অ্যান্ড টেস্টি