Digital Durga
Digital Durga

সংরক্ষণ

দমদম পার্ক তরুণ সংঘ কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৫৭)

dumdumparktarunsangha@gmail.com

পুজোর ইতিহাস

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় ‘তরুণ সংঘ’। সদস্য, পৃষ্ঠপোষক এবং প্রতিবেশীদের ইচ্ছা ও উৎসাহে ১৯৮৬ সালে শুরু হয় এই ক্লাবের দুর্গাপুজো। স্বল্প সামর্থ্য ও সামান্য বাঁশ-কাপড়ের মণ্ডপে চিন্ময়ী জগন্মাতা মৃন্ময়ীরূপে এলেন। ১৯৯৯ সালে হল তরুণ সংঘের প্রথম থিমপুজো। শিল্পী রূপচাঁদ কুণ্ডুর সাহচর্যে-সহযোগিতায় ও নবীন-প্রবীণ সদস্যদের উৎসাহে গড়ে উঠল প্রথম থিম ‘গ্রামবাংলা’। কিন্তু অতিবর্ষণ ও বন্যা পরিস্থিতি সেই প্রচেষ্টার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ২০০০ সালের ভাবনার ফলশ্রুতি সম্মানিত হয় ‘এশিয়ান পেইন্টস শারদ সম্মান’ পুরস্কারে। আজও কলকাতার দুর্গোৎসবের মানচিত্রে ‘দমদম তরুণ সংঘ’ এক উজ্জ্বল নাম। পুজো পুরস্কারদাতাদের বিচারে প্রদেয় সমস্ত শারদ-সম্মান শিরোপায় ভূষিত হয়েছে এঁদের পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— রবীন গাঙ্গুলি (সভাপতি), সৌর ঘোষ, সুনন্দ মিত্র ও দেবরাজ শিকদার (সম্পাদক), অভিষেক সাহা (কোষাধ্যক্ষ)।

পুজোর ভিডিও (২০২১)

ম্যাপ