দমদম পার্ক এলাকার সবচেয়ে পুরোনো পুজো এটি। ২০২১ সালে ৭০-তম বর্ষে পদার্পণ করল এই পুজো। বিগত ৬৯ বছর ধরে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়ে আজ কলকাতার অন্যতম বিখ্যাত পুজোগুলির মধ্যে স্বীকৃত এই পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— সুজিত বোস (সভাপতি), মলয় দে (সম্পাদক), সৌমিত ব্যানার্জি (কোষাধ্যক্ষ)।