১৯৯৫ সালে শুরু হয় এই পুজো। ২০২০-তে এই পুজোর ২৬তম বর্ষ। ২০১৯-এ এই পুজোর থিম ছিল, ‘পদ্মাবৎ’ চলচ্চিত্র অবলম্বনে রাণী পদ্মাবতীর মন্দির। চূড়ান্ত জনপ্রিয়তা অর্জন করেছিল সেই থিম। ২০১৮ সালের পুজোর আকর্ষণ ছিল ৪০ ফুট উঁচু দুর্গাপ্রতিমা। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— দেবাশিস নাগ (সভাপতি), শিবশঙ্কর দত্ত (সম্পাদক), গৌতম দাস (কোষাধ্যক্ষ)।