Digital Durga
Digital Durga

সংরক্ষণ

চেতলা অগ্রণী ক্লাব কলকাতা, পশ্চিমবঙ্গ (২০০৭)

durgapuja@chetlaagraniclub.com

পুজোর ইতিহাস

চেতলা অগ্রণী ক্লাবের পুজো দক্ষিণ কলকাতার একটি অন্যতম প্রাচীন পুজো। বহু বিশিষ্ট ব্যক্তির পদচিহ্ন পড়েছে এই ক্লাবে। যেমন— কিংবদন্তী ফুটবলার পেলে, ডিয়েগো মারাদোনা, অন্যতম ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি প্রমুখ। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও ‘চেতলা অগ্রণী’র নাম জড়িত। যেমন— বস্ত্র বিতরণ, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— ফিরহাদ হাকিম (সভাপতি), সব্যসাচী রায়চৌধুরী (সম্পাদক), শুভেন্দুকৃষ্ণ সামন্ত (কোষাধ্যক্ষ)।

ম্যাপ