Digital Durga
Digital Durga

সংরক্ষণ

চ্যাটার্জিহাট শ্রী শ্রী দুর্গাপূজা সংগম হাওড়া, পশ্চিমবঙ্গ (১৯৬৯)

chatterjeehatdurgapujasangam@gmail.com

পুজোর ইতিহাস

হাওড়ার প্রাচীন ক্লাবগুলির মধ্যে ‘চ্যাটার্জিহাট সঙ্গম’ একটি অন্যতম নাম। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় এই ক্লাব এবং শুরু হয় দুর্গাপুজো। কালের নিয়মে পুজোর ও তার আঙ্গিকের অনেক পরিবর্তন ঘটেছে। এই পুজোর বয়স যখন ৪৭ বছর, তখন এই পুজোর দায়িত্ব পড়ে একদল নবীন সদস্যের উপর। ফলস্বরূপ আজ এই পুজো হাওড়া তথা বাংলার এক অন্যতম বিশিষ্ট পুজো। সাবেকি ও আভিজাত্যপূর্ণ দুর্গাপ্রতিমা এই পুজোর বিশেষ আকর্ষণ, যার রূপদান করেন প্রখ্যাত ভাস্কর সনাতন রূদ্রপাল। বেশ কিছু প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিমার পুরস্কারে সম্মানিত হয়েছে এই পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা — অরিন্দম পাত্র (সভাপতি), দেবদীপ ভট্টাচার্য (সম্পাদক), পার্থ দোয়ারী (কোষাধ্যক্ষ)।