Digital Durga
Digital Durga

সংরক্ষণ

চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৪৬)

chakraberiasarbojanin@gmail.com

পুজোর ইতিহাস

১৯৪৬ সালে শুরু হয় এই পুজো। প্রথমে ‘ভবানীপুর দুর্গোৎসব’ নামে একটিই পুজো হতো। কিন্তু Bengal Riot-এর সময়ে পাড়ার মহিলারা পাড়ার বাইরে গিয়ে পুজোয় অংশগ্রহণ করতে পারতেন না। সেজন্য তখন আরম্ভ হয় ‘চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব’। একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছে এই পুজো। উল্লেখযোগ্য— তিনবার ‘এশিয়ান পেইন্টস শারদ সম্মান’ জিতেছে এই পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— অসীম কুমার বোস (সভাপতি), গোরা রায়চৌধুরী (সম্পাদক), সঞ্জয় দে ও গৌতম পাল (যুগ্ম কোষাধ্যক্ষ)।