১৯৯২ সালে রাসবিহারী কানেক্টরের উপরে প্রথম পুজো। এবছর ২৯তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। ২০০০ সাল থেকে শুরু এঁদের থিমপুজো। থিমের অভিনবত্বের জোরে পশ্চিমবঙ্গবাসীর মনে জায়গা করে নিয়েছে এই পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— উমেশ চৌবে (সভাপতি), অমিতাভ ঘোষ (সম্পাদক), গোপাল ঘোষ (কোষাধ্যক্ষ)।