Digital Durga
Digital Durga

সংরক্ষণ

ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো নদীয়া, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

তেহট্টতে ভট্টাচার্য পরিবারের এই পুজোর সঙ্গে বিশেষ ইতিহাস জড়িয়ে রয়েছে। দত্তপাড়ার এই পুজো ৪১৫ বছরে পদার্পণ করলো। ১৬০৬ সালে সিদ্ধান্ত ভট্টাচার্যের হাত দিয়ে শুরু হয় এই পুজো। সাধক জগবন্ধু ভট্টাচার্য পরবর্তীতে এই পুজোর রূপ বদলান। পঞ্চমুন্ডি আসনে বসে তন্ত্রমতে পুজো করে তিনি সিদ্ধিলাভ করেছিলেন। সেসময়ে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিল এই পরিবার। এই পুজো মন্দিরে রাজা কৃষ্ণচন্দ্র রায়, নবাব আলিমউদ্দিন খাঁ, মুর্শিদকুলি খাঁ সহ অনেকে এসেছেন। রাজা কৃষ্ণচন্দ্র রায় পুজোর আচার-অনুষ্ঠান দেখে সন্তুষ্ট হয়ে জগবন্ধু ভট্টাচার্যকে ৭০০ বিঘা জমি দান করেছিলেন। জগবন্ধুবাবুর কন্যা ছিলেন কালিদাসী ভট্টাচার্য। পরবর্তীকালে বিবাহসূত্রে তাঁর পদবি হয় মুখোপাধ্যায়। তাঁর বংশধরই এখন এই পুজো সামলান। এই পুজোকে বলা চলে এলাকাবাসীর নিজেদের পুজো। বর্তমানে পুজোয় আমিষ ভোগ দেওয়া হয় না, নিরামিষ ভোগ দিয়েই পুজো সম্পন্ন হয়। মন্দির আগে ছিল কাঁচা, এখন পাকা মন্দির হয়েছে। মন্দিরে প্রতিষ্ঠিত বেদিটি ১০৮টি মানুষের মড়ার মাথা দিয়ে তৈরি করা। এই পুজোর আরেকটি বৈশিষ্ট্য হল, দশমীতে গোটা এলাকায় সবার আগে এই বাড়ির প্রতিমা বিসর্জন হয়, তারপর এলাকার অন্যান্য প্রতিমা বিসর্জন হয়।