ব্রিসবেনে প্রথম দুর্গাপুজো শুরু হয় ১৯৯২ সালে, শ্রী মানব করের বাড়িতে। বাঙালিরা সকলে একত্রিত হয়ে সেই পুজোর আয়োজন করেছিলেন। তারপর ধীরে ধীরে সেই কমিউনিটি বড় হয়েছে অনেক। ১৯৯৭ সালে তৈরি হয় ‘বেঙ্গলি সোসাইটি অফ কুইন্সল্যান্ড’ এবং আজ তার সদস্যসংখ্যা প্রায় ৫০০। ২০২০-তে এই পুজো পদার্পণ করল ২৩তম বর্ষে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— মেঘমালা রায় বসু (সভাপতি), দীপাঞ্জন দত্ত (সম্পাদক), ড: সুদীপ্ত রায় (কোষাধ্যক্ষ)।