১৯৮৯ সালের ৭ অক্টোবর প্রথম আয়োজিত হয় এই দুর্গাপুজো। খিচুড়ি, লাবড়া, চাটনি সহযোগে প্রায় ২৫০ জন মানুষের ভোজের ব্যবস্থা করেছিলেন স্থানীয় মহিলারা। তবে পুজোর জন্য অন্যতম উপকরণ ‘কলাগাছ’ জোগাড় করাই হয়ে দাঁড়িয়েছিল এক বিষম বালাই! শেষে প্রায় একইরকম দেখতে অন্য একটি গাছ এনে পরিস্থিতি সামাল দেন তাঁরা! সেই থেকে এখনও এই পুজো এখানকার বাঙালিদের কাছে এক বিরাট উদ্যাপন। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— পল্লবী বসাক (সভাপতি), শাশ্বত চৌধুরী (সম্পাদক), নারায়ণ ব্যানার্জি (কোষাধ্যক্ষ)।