একই রাস্তার দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব ‘বড়িশা সৃষ্টি’ ও ‘বড়িশা সহযাত্রী’ মিশে গিয়ে ২০০৬ সালে তৈরি হয় ‘বড়িশা ক্লাব’। বেহালার ঠাকুরপুকুর অঞ্চলকে পুজো মানচিত্রে বিখ্যাত করে তুলেছিল এই দুই ক্লাবের পুজোর উৎকর্ষ। সেই উত্তরাধিকারকে বহন করে বড়িশা ক্লাব প্রতিবছর দুর্গাপুজোয় রেখে চলেছে একের পর এক বিস্ময়। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— শ্রী সুদীপ পোল্লে (সভাপতি), শ্রী তরুণ চক্রবর্তী (সম্পাদক), শ্রী সমীর ভুঁইয়া (কোষাধ্যক্ষ)।