Digital Durga
Digital Durga

সংরক্ষণ

বড়শুল অন্নদাপল্লী দুর্গোৎসব পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

২৮ বছর আগে শুরু হয়েছিল বড়শুল অন্নদাপল্লী দুর্গোৎসবের পথ চলা। যুগের বিবর্তনের সঙ্গে তাল রেখে গ্ৰামের যুবকরা নিজেদের উদ্যোগ ও শ্রম দিয়েই শুরু করেন থিমের পুজো। সালটা ছিল ২০১৫। সেবছর মণ্ডপসজ্জা নজর কেড়েছিল পূর্ব বর্ধমান জেলা সহ পার্শ্ববর্তী জেলার মানুষদেরও। উদ্দেশ্য ছিল, মায়ের আরাধনার সাথে বিভিন্ন বিষয়ে মানুষের মনে সমাজ সচেতনতার উন্মেষ ঘটানো। ‘অজন্তা অপরুপা’, ‘সেল্‌ফিশ জায়েন্ট’, ‘কেদারনাথ’, ‘দ্বিতীয় কুরুক্ষেত্র’, ‘ফিরে চল মাটির টানে’, ‘পাথরে প্রাণ প্রতিমা’, ‘আমার দুর্গা’ ইত্যাদি ছিল বিগত বছরগুলোর নিবেদন। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— গোপাল মণ্ডল (সভাপতি), সন্তু বিশ্বাস (সম্পাদক), মৌমিত মন্ডল (কোষাধ্যক্ষ)।