কলকাতায় প্রথম সর্বজনীন দুর্গাপুজো হয় নেতাজী সুভাষচন্দ্র বসুর বাড়িতে। স্বাধীনতা আন্দোলনের সেই অগ্নিযুগে নেতাজী সুভাষচন্দ্রের প্রভাব বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল, যার প্রভাব এই এলাকাতেও পড়েছিল। সেই পরিবেশে স্বর্গীয় দানু বসুর নেতৃত্বে এলাকার যুবকেরা সংঘবদ্ধ হচ্ছিলেন। তরুণ সম্প্রদায়কে একত্রিত করার উদ্দেশ্যে এভাবেই ব্যাঁটরা অন্নপূর্ণা বারোয়ারি দুর্গাপুজোর সূচনা হয় ১৯৩৬ সালে। ব্রিটিশ শাসনের চরম বিরোধিতাও ক্রমশ প্রকাশিত হতে থাকে সমিতির কার্যক্রমে, যার এক চরম পরিণতি দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। ব্রিটিশ সরকারের নির্দেশ অমান্য করে এক বছর দেবীপ্রতিমা বিসর্জন দেওয়া হয়নি। বিগত ৮৮ বছর ধরে সাবেকি ঘরানার এই পুজো দর্শনার্থীদের কাছে এক অন্যতম জনপ্রিয় পুজো হয়ে উঠেছে। থিমপুজোর এই ভিড়ের মাঝেও এই পুজো আজও সেই সাবেকিয়ানার ঐতিহ্যকে বহন করে চলেছে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা — বাণীব্রত কাঁড়ার (সভাপতি), বিপ্রজিৎ খাঁ (সম্পাদক), সৌগত ধাড়া (কোষাধ্যক্ষ)।