Digital Durga
Digital Durga

সংরক্ষণ

বালিগঞ্জ দুর্গাপূজা সমিতি (ম্যাডক্স স্কোয়্যার) কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৩৫)

পুজোর ইতিহাস

১৯৩৫ সালে শ্রী সরোজ বাগচীর রিচি রোডের বাসস্থানে এই পুজো শুরু হয়। পরের বছরই ম্যাডক্স স্কোয়্যার পার্কে নিয়ে যাওয়া হয় সেই পুজো। ১৯৬০ সালে এই পুজোর রৌপ্যজয়ন্তী বর্ষে ডাকের সাজের একচালার প্রতিমা নির্মিত হয়। ১৯৮৫ সাল ছিল স্বর্ণজয়ন্তী বর্ষ। সেই বছরে রুপোর পরিবর্তে সোনার ডাকের সাজে সাজানো হয় প্রতিমাকে। সেই থেকে আজও সেই সাজেই সেজে ওঠে ম্যাডক্স স্কোয়্যারের পুজোর প্রতিমা। কৃষ্ণনগরের শিল্পীরা এই ডাকের সাজ তৈরি করেন। এছাড়া প্রতিমাকে সাজানোর জন্য স্থানীয় বাসিন্দারা এবং পুজো কমিটির সদস্যরা সোনার গয়নার ব্যবস্থাও করেন। একসময়ে এই পুজোর প্রতিমা গড়তেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী শ্রীশচন্দ্র পাল। বর্তমানে কালীঘাটের পটুয়াপাড়ার শিল্পী নিখিল পাল এই প্রতিমা গড়ার দায়িত্বে থাকেন। পুজোপ্রেমী বাঙালির কাছে ‘ম্যাডক্স স্কোয়্যার’ অন্যতম জনপ্রিয় একটি পুজো। কলকাতা শহরের অন্যতম প্রাচীন এই পুজোর নাম আজ সারা পৃথিবীর বাঙালি জানে। আড়ম্বরপূর্ণ থিমের রমরমার যুগেও সাবেকি পুজো আর ঘরোয়া পরিবেশই এই পুজোর জনপ্রিয়তাকে জিইয়ে রেখেছে আট থেকে আশি— সকলের কাছে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— সুবীর মিত্র (সভাপতি), অমলেন্দু সরকার ও বাবলু আদক (সম্পাদক), শিবশঙ্কর বসু (কোষাধ্যক্ষ)।

ম্যাপ