Digital Durga
Digital Durga

সংরক্ষণ

বালি মোড় বেলতলা বারোয়ারি হুগলি, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

হুগলি জেলার চুঁচুড়ার কাছে বালিমোড়ে হয় এই বিখ্যাত পুজো। বেলগাছের সামনে পুজো হয় বলে পুজোটির নাম ‘বেলতলা বারোয়ারি’। ৮৮ বছর পূর্ণ করেছে এই পুজো। সাবেকি নিয়ম মেনে এই পুজোয় অষ্টমীতে কুমারী পুজো হয়, যা দেখতে বহু মানুষ ভিড় জমান। সপ্তমী থেকে নবমীতে এখানে পুজোর ভোগ বিতরণ করা হয়। পুজোর সময়ে কমিটির নিজস্ব নাটমন্দির আলো দিয়ে সাজানো হয়। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে নামাঙ্কিত সরণীর পাশেই এই পুজো হুগলির অন্যতম জনপ্রিয় পুজো। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— সুদীপ ঘোষ (সভাপতি), স্বর্ণদীপ ঘোষ (সম্পাদক), সৌমেন চৌধুরী (কোষাধ্যক্ষ)।