Digital Durga
Digital Durga

সংরক্ষণ

বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯২৮)

bbsd80@yahoo.co.in

পুজোর ইতিহাস

১৯২৮ সালে প্রতিষ্ঠিত এই পুজো এবছর পা দিল ৯৩তম বর্ষে। ১৯৭৫ সাল থেকে ভারতের বহু প্রখ্যাত ভাস্কর ও শিল্পী এই পুজোর প্রতিমা নির্মাণ করেছেন। তাঁদের মধ্যে নীরদ মজুমদার, রথীন মৈত্র, পরিতোষ সেন, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, মীরা মুখার্জি, শানু লাহিড়ী, পরেশ মাইতি, মনু পারেখ অন্যতম। ২০১০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই পুজোর প্রতিমা নির্মাণ করেন। ২০১৭ সাল থেকে আমরা সার্বিক থিম অবলম্বনে পুজো শুরু করি। সেবছর থেকে এই পুজোর ভাবনার দায়িত্বে আছেন শ্রী বিমল সামন্ত। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— ডা: ডি. কে. রায়চৌধুরী (সভাপতি), সুমন ভট্টাচার্য (সম্পাদক), জ্যোতির্ময় ব্যানার্জি (কোষাধ্যক্ষ)।

ম্যাপ