Digital Durga
Digital Durga

সংরক্ষণ

বাগবেড় বন্ধুরা হাওড়া, পশ্চিমবঙ্গ (২০০৩)

পুজোর ইতিহাস

সালটা ২০০৩। হাওড়া জেলার ঐতিহ্যপূর্ণ অঞ্চল নবনারীতলার একটি ছোট্ট জনপদ বাগবেড়। জায়গাটা এমনিতেই নিঝুম আর পুজোর সময় আরও অনেকটা নিঝুম হয়ে থাকত। এখানে ছোট থেকে বড় হয়েছে এমন কয়েকজন যুবক এবং সঙ্গে পরবর্তীকালে এই অঞ্চলে এসে বসবাস করা আরও কিছু যুবক একসঙ্গে সিদ্ধান্ত নিলেন, তাঁরা একটি দুর্গাপুজোর আয়োজন করবেন। একটু দূরেই যেহেতু এই পাড়ার আরেকটি সর্বজনীন দুর্গোৎসব হতো এবং এও পুজোর উদ্যোক্তাদের মধ্যে অনেকেই সেই পুজোটির সঙ্গেও যুক্ত থাকতেন তাই তাঁরা কয়েকটি সিদ্ধান্ত নিলেন। প্রথমত, তাঁরা কারও থেকে চাঁদা তুলবেন না। দ্বিতীয়ত, এই পুজোয় সাবেকি ধাঁচের একচালার প্রতিমা হবে; আর তৃতীয়ত, এলাকার সমস্ত মানুষকে জড়িয়ে নেওয়া হবে পুজোর সঙ্গে। প্রথম বছরে ঠিক করা হল যে, আপাতত এক বছরের জন্যই পুজোর আয়োজন করা হোক। পুজো সম্পন্ন হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে, পুজোটি পরবর্তী বছরে করা সম্ভব হবে কিনা। এরপর যা ঘটলো সেটা ইতিহাস। চাঁদা না তোলা সত্ত্বেও এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে পুজোটির পাশে এসে দাঁড়ালেন। পুজোর চারদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে দুপুরে-রাত্রে একসঙ্গে বসে খাওয়াদাওয়া— সব মিলে পাড়ার সমস্ত মানুষের মিলনক্ষেত্র হয়ে উঠল পুজোপ্রাঙ্গণ। কয়েকবছর আগে পুজোর কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, পুজোটি মহিলারা পরিচালনা করবেন। তখন থেকে আজ পর্যন্ত পুজোটি সম্পূর্ণভাবে পরিচালনা করছেন মহিলারা, নেপথ্যে থাকছেন কমিটির পুরুষ সদস্যরা। পুজো কমিটির সাংস্কৃতিক দায়িত্বপ্রাপ্ত সদস্যের প্রস্তাব অনুসারে সর্বসম্মতিক্রমে কমিটির নাম স্থির হয় ‘বন্ধুরা’। আজ এলাকার সকল মানুষের কাছে ‘বন্ধুরা’ আয়োজিত এই পুজো একটি আন্তরিকতার নাম। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা — রেখা নন্দী (সভাপতি), মিতা পোরেল (সম্পাদক), নমিতা দাস (কোষাধ্যক্ষ)।