Digital Durga
Digital Durga

সংরক্ষণ

বাদামতলা আষাঢ় সংঘ কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৩৯)

info@badamtalaasharsangha.com

পুজোর ইতিহাস

১৯৩৯ সালে এই পুজোর শুভসূচনা হয়। বহু স্বনামধন্য মানুষ জড়িয়ে ছিলেন এই পুজোর সঙ্গে। তাঁদের মধ্যে শ্রী সুনীল দাস (শিল্পী), শ্রী মৃদুলকুমার পাঠক, শ্রী রণ ব্যানার্জি, শ্রী সুশান্ত পাল অন্যতম। ১৯৯৯ সালে শুরু হয় এঁদের থিমপুজো। উল্লেখযোগ্য পুজো— ‘জংলাগড়’, ‘দেবলোক’, ‘পাড়ার পুজো’। কালীঘাট অঞ্চলে ‘রাসবিহারী মোড়’ তথা ‘কালীঘাট জোন’ এঁরাই তৈরি করেন। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— দীপক লারইয়া (সভাপতি), সন্দীপ চক্রবর্তী (সম্পাদক), ভোলানাথ দত্ত (কোষাধ্যক্ষ)।

ম্যাপ