Digital Durga
Digital Durga

সংরক্ষণ

বাবুগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব হুগলি, পশ্চিমবঙ্গ (১৯৭৩)

পুজোর ইতিহাস

চুঁচুড়ায় গঙ্গার ধারে বাবুগঞ্জের এই পুজো ২০২১ সালে প্রাক সুবর্ণ জয়ন্তী (৪৯তম) বর্ষ পালন করেছে। কমিটির নিজস্ব জমিতে অনুষ্ঠিত এই পুজো এই এলাকার অন্যতম রুচিসম্মত পুজো হিসেবে জনপ্রিয়। পুজোমণ্ডপের শৈলীতে মূলত গ্রাম-বাংলার উপর জোর দেওয়া হয়। কোনও বছর তাই থিম হয় আদিবাসী গ্রাম, কোনও বছর শান্তিনিকেতন, আবার কখনও সোনার বাংলার কাল্পনিক গ্রাম। এছাড়া একবার বেনারস ঘাট তৈরি করে এলাকায় সাড়া ফেলে দিয়েছিল এই কমিটি। পুজোর সময়ে যাবতীয় আচার-বিধি বিশেষভাবে মানা হয়। উৎসবের সময় দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া পুজোর দিনে ভোগ বিতরণ তো আছেই। বর্তমানে এই পুজোর প্রধান উপদেষ্টা – জয়দেব অধিকারী।