Digital Durga
Digital Durga

সংরক্ষণ

বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৬২)

sgpt1234@gmail.com

পুজোর ইতিহাস

১৯৬২ সালে শুরু এই পুজো। পাড়ার সকলে মিলে একসঙ্গে পুজোর আয়োজনের ভাবনা নিয়েই শুরু হয়েছিল। প্রথমে গলিতে আয়োজিত হলেও পরে ১৯৮২ সালে মাঠে নিয়ে আসা হয় ওই গলির পুজোকে। ক্রমশ আরও মানুষের সমাগম হয়। ঐতিহ্যবাহী পুজোর তকমা পায় বাবুবাগানের এই পুজো। সাবেকি পুজোর সময় পেরিয়ে এখন আয়োজিত হয় থিমপুজো। ‘এশিয়ান পেইন্টস শারদ সম্মান’, ‘আনন্দ পুরস্কার’ সহ আরও পুরস্কার জিতেছে এই পুজো। সাম্প্রতিককালে ‘বিশ্ববাংলা’, ‘কলকাতাশ্রী’ প্রভৃতি পুরস্কারেও সম্মানিত হয়েছে। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— জনাব জাভেদ আহমেদ খান (সভাপতি), সরোজ ভৌমিক (সম্পাদক), সুজাতা গুপ্ত (কোষাধ্যক্ষ)।

ম্যাপ