Digital Durga
Digital Durga

সংরক্ষণ

অর্জুনপুর আমরা সবাই ক্লাব কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৭২)

arjunpuramrasabaiclub@gmail.com

পুজোর ইতিহাস

দুর্গাপুজোর সঙ্গে বহু বছরের এক নিবিড় সংযোগ রয়েছে এই ক্লাবের। ২০২০-তে ৪৮তম বর্ষে পদার্পণ করল এই পুজো। ১৯৭২ সালে শুরু হয় এই পুজো। স্থানীয় কিছু সুধী নাগরিক এই পুজোর প্রচলন করেন। সেইসময় থেকেই এই অঞ্চলে প্রথম বারোয়ারি পুজোর সূচনা। বর্তমান সময়ের চাহিদা মেনে এই পুজোর সাবেকিয়ানায় কিছু রদবদল ঘটেছে এবং নতুনত্বের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে থিমপুজো। এই থিমপুজোর সূচনা হয় ২০১২ সালে। এই পুজোর উল্লেখযোগ্য কিছু থিম— ‘মুক্তি’, ‘সমর্পণ’, ‘গৌরী এলো দেখে গেল’, ‘অন্তর্যামী’, ‘নাদ’, ‘লয়’। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— মৌসুমী দত্ত (সভাপতি), শাশ্বতী পাল (সম্পাদক), রঞ্জনা ভট্টাচার্য (কোষাধ্যক্ষ)।