Digital Durga
Digital Durga

সংরক্ষণ

অম্বিকানগর রাজবাড়ি বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

অম্বিকানগরের রাজবাড়ি একসময় ছিল বিপ্লবীদের আস্তানা। রাজপ্রাসাদের ভিতরেই তৈরি হত অগ্নিযুগের বিপ্লবীদের অস্ত্রশস্ত্র। বাঁকুড়ার কুমারী নদীর তীরে অম্বিকা নগরের সেই রাজপ্রাসাদ আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শুধু অগ্নিযুগের মহান বিপ্লবীদের ঐতিহ্যবাহী স্মৃতি নিয়ে অম্বিকানগরের বুকে টিকে রয়েছে ৪০০ বছরের প্রাচীন দুর্গাপুজো।