Digital Durga
Digital Durga

সংরক্ষণ

আমাদপুর জমিদার বাড়ি পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ

পুজোর ইতিহাস

নয়-নয় করে ৩৬০ বছর পার করে ফেললো পূর্ব বর্ধমানের আমাদপুর জমিদারবাড়ির পুজো। সপ্তদশ শতকের গোড়ায় এই পুজোর সূচনা করেন এই পরিবারেরই পূর্বপুরুষ শ্রী দুর্গারাম সেনশর্মা। তাঁর পুত্র ছিলেন কৃষ্ণরাম সেনশর্মা। কৃষ্ণরামবাবুর দুই পুত্র ছিলেন আনন্দীরাম ও লক্ষ্মীকান্ত সেনশর্মা। মুঘলদের কাছ থেকে ‘চৌধুরী’ উপাধি পেয়েছিলেন তাঁরা। শোনা যায়, এই পরিবারেরই আরেক পূর্বপুরুষ দোহী সেনশর্মা ছিলেন রাজা লক্ষ্মণ সেনের সভাকবি, যিনি আবার ‘গীতগোবিন্দ’ রচয়িতা কবি জয়দেবের সহকর্মীও ছিলেন। ঘোষিতভাবে ব্রিটিশবিরোধী হিসেবে এই পরিবারের বেশ পরিচিতি ছিল। পরিবারেরই সদস্য মহেশচন্দ্র চৌধুরী ছিলেন ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ নামক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য, যা পরবর্তীকালে ‘ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস’-এ পরিণত হয়।