Digital Durga
Digital Durga

সংরক্ষণ

৭৪ পল্লী কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৫৫)

পুজোর ইতিহাস

১৯৫৫ সালে কলকাতা কর্পোরেশনের তদানীন্তন ৭৪ নং ওয়ার্ডের (বর্তমানে ৭৭ নং ওয়ার্ড) অন্তর্গত খিদিরপুর মণিলাল ব্যানার্জি রোড ও গণেশ সরকার লেনের কয়েকজন শুভবুদ্ধিসম্পন্ন যুবক শুরু করেন এই পুজো। উদ্দেশ্য, এলাকার হিতকল্প এবং পাড়ার প্রতিটি পরিবারের মধ্যে সখ্য ও সম্প্রীতি বজায় রাখা। ৭৪ নং ওয়ার্ডের নাম অনুযায়ী সংঘের নামকরণ করা হল ‘৭৪ পল্লী সর্বজনীন দুর্গোৎসব’। বহু চড়াই-উতরাই পেরিয়ে আজ দক্ষিণ পশ্চিম কলকাতার অন্যতম বৃহৎ পুজোগুলির মধ্যে এক বিশিষ্ট স্থান অর্জন করেছে এই পুজো। প্রজন্ম পরম্পরায় এই পুজো ২০২১-এ ৬৬তম বর্ষে উপনীত হয়েছে। চণ্ডীপাঠ, কুমারীপুজো, দরিদ্রনারায়ণ সেবা ও মহাষ্টমীতে প্রায় এক হাজার মানুষকে ভোগ খাওয়ানোর রীতি — এসবই এই পুজোর বৈশিষ্ট্য।

ম্যাপ