Digital Durga
Digital Durga

সংরক্ষণ

২৫ পল্লী কলকাতা, পশ্চিমবঙ্গ (১৯৪৫)

25pallyclub@gmail.com

পুজোর ইতিহাস

‘২৫ পল্লী সর্বজনীন দুর্গাপূজা’ নামে শুরু হয় এই পুজো। বর্তমান নাম ‘২৫ পল্লী ক্লাব’। প্রথমবারের উদ্যোক্তা ছিল ‘খিদিরপুর মিতালি সংঘ’ ও ‘ইভিনিং ক্লাব’। পুজোর প্রাণপুরুষ ছিলেন নৃপেন্দ্রনাথ আঢ্য। প্রতিমা নির্মাণ করেন কুমোরটুলির খ্যাতনামা শিল্পী কালী পাল। পুজোর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। থিমপুজোর ভাবনায় নির্মিত ‘হাওড়া ব্রিজ’, ‘শিসমহল’ প্রভৃতি মণ্ডপ সাড়া ফেলেছিল সারা কলকাতায়। রূপকার ছিলেন শিল্পী গোলকবিহারী কর্মকার। প্রতিমা গড়তেন রমেশচন্দ্র পাল, যামিনীরঞ্জন পাল প্রমুখ শিল্পীরা। পরবর্তীকালে মণ্ডপ ও প্রতিমা গড়েছেন সুবোধ রায়, সনাতন দিন্দা, প্রশান্ত পাল, পরিমল পাল প্রমুখরা। বর্তমানে এই পুজোর মুখ্য উদ্যোক্তা— সলিল চ্যাটার্জি (সভাপতি), শুভজিৎ সাহা (সম্পাদক), গৌতম দাস (কোষাধ্যক্ষ)।

পুজোর ভিডিও (২০২১)

ম্যাপ